উত্তর কোরিয়াকে ঠেকাতে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তি

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৭:২৭:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ জোরদারে এবার যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল। দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পণা করছে যুক্তরাষ্ট্র। মূলত উত্তর কোরিয়াকে ঠেকাতেই দেশ দুটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা জানায়, “ওয়াশিংটন ঘোষণা” নামে নতুন এক চুক্তি নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার দুই নেতার মধ্যে। তা ছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে যুক্ত করতেও রাজি হয়েছে ওয়াশিংটন। এর বিপরীতে পারমাণবিক অস্ত্র বানাবে না দক্ষিণ কোরিয়া।

দুই দেশের ৭০ বছরের মৈত্রী উপলক্ষে ওয়াশিংটন, ডিসিতে বৈঠকের পরে একটি যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা। ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের চুক্তিটি উত্তর কোরিয়ার আক্রমণ ঠেকাতে মিত্রদের মধ্যে সহযোগিতা বাড়াবে বলে জানান জো বাইডেন। দক্ষিণ কোরিয়ার নেতা চুক্তিটিকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, এটি মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারেরই অংশ।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউন সুক-ইউল। ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, সাইবার সহযোগিতা ও পারমাণবিক ইস্যুতে আলোচনা করতেই তার এই সফর। ২০২১ সালে বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁর পরে ইউন হলেন দ্বিতীয় নেতা, যিনি হোয়াইট হাউসে সরকারী রাষ্ট্রীয় সফরে আমন্ত্রিত হয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

▎সর্বশেষ

ad