
ডেস্ক নিউজ : র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়। আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো তথ্য নেই। মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন।
কিউটিভি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/সকাল ১১:২৯