
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানানোর দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তিনি যোগাযোগ করেননি। ওয়াশিংটনের সঙ্গে তেহরান আলোচনার অনুরোধ জানানোর প্রতিবেদনটিও তিনি অস্বীকার করেন।
আরাকচি বলেন, চাপের মুখে আলোচনা এগোতে পারে না। আলোচনা তখনই সম্ভব যখন হুমকি এবং অতিরিক্ত দাবি তুলে নেওয়া হবে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট , হুমকির মুখে আলোচনা যায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের দিকে আরেকটি ‘আর্মদা’ ( যুদ্ধজাহাজের বিশাল নৌবহর) পাঠানোর একদিন পর এই মন্তব্য করলেন আরাকচি।
উল্লেখ্য, সম্প্রতি ইরানে বিক্ষোভের পর উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের বিক্ষোভকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে মারাত্মক দমন-পীড়নের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
আয়শা/২৮ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:২৩






