
বিনোদন ডেস্ক : হরিয়ানার কর্নলে একটি স্টেজ শো চলাকালীন প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হওয়ার ঘটনায় এবার জোরালো প্রতিবাদ জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বলিউড অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সম্প্রতি কর্নলে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মঞ্চে ওঠার সময় বিপত্তির মুখে পড়েন মৌনী রায়। অভিযোগ অনুযায়ী, ছবি তোলার অজুহাতে একদল ব্যক্তি তাকে ঘিরে ধরেন। সেই ভিড়ের মধ্যেই বয়সে প্রবীণ দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা কয়েকজন পুরুষ অশালীনভাবে অভিনেত্রীর শরীরে হাত দেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন মৌনী। তিনি লেখেন, মঞ্চে ওঠার পথে কয়েকজন ব্যক্তি তার কোমরে হাত রেখে ছবি তুলছিলেন। তিনি আপত্তি জানিয়ে তাদের হাত সরাতে বললে বিষয়টি তারা হালকাভাবে নেয়নি। পুরো ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান অভিনেত্রী।
মৌনীর এই প্রতিবাদী অবস্থানকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা নতুন বছর পার করেছি, ২০২৬ সালে বাস করছি। কিন্তু বাস্তবতা হলো- কিছুই বদলায়নি। এখনও নারীরা হেনস্তার শিকার হচ্ছেন।’
শুভশ্রী আরও লেখেন, ‘মহিলাদের এখনও অনেকের কাছে ভোগ্যপণ্য হিসেবেই দেখা হয়। মৌনীর সঙ্গে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মৌনী, তুমি ভীষণ সাহসী। তুমি শুধু নিজের হয়ে নয়, অসংখ্য নারীর হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছো। তোমাকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
এই ঘটনায় ফের একবার বিনোদন জগতসহ সমাজে নারীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে প্রকাশ্যে প্রতিবাদ জানানোর জন্য মৌনীর সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন বহু তারকা ও ভক্ত।
খোরশেদ/২৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৮





