
তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে, মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিংএর মুলোৎপাটন করা হবে, সকল শিশু শিক্ষার্থীদের শিক্ষায় পরিবর্তন এনে মেধা ভিত্তিক শিক্ষার সিলেবাস গঠন করা হবে। আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর উপজেলা বাকলজোড়া ইউনিয়নে শিশু শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের সালুয়াকান্দা মাদরাসা, কেট্টা মোড়, বাজলজোড়া বাজার, পাইকপাড়া, রামনগর, বালিচান্দা, কুমুদগঞ্জ বাজার, নগরসিংহা ও গুজিরকোনা বাজার এলাকায় দিনব্যাপী উঠান বৈঠকের পাশাপাশি শ্রীরামখিলা শিশুদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ভোটারগণ ও উপস্থিত শিশু শিক্ষার্থীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ তিনি এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন সেই প্রশ্ন তুলে ধরেন।
এ সময় চতুর্থ শ্রেণীতে পড়–য়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা এখন স্কুল মুখী হয় না, শিক্ষাঙ্গনের আশপাশে দোকান থাকায় বড় শিক্ষার্থীরা আড্ডা দেয়। আমাদের শিক্ষাব্যাবস্থায় আনন্দদায়ক তেমন কিছু নেই। আমি চাই এমন ব্যবস্থা নেওয়া হউক, যেনো সকলেই আনন্দের সাথে স্কুলে পড়তে আসে। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলের পাশে কোন দোকান রাখা যাবেনা এটা সরকারি নির্দেশনাও রয়েছে। তবে আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষার মান আধুনিকায়ন করে তুলবো সেইসাথে স্কুলের পাশে থাকা দোকান গুলো সরানোর ব্যাবস্থা করবো।
৫ম শ্রেনীতে পড়–য়া অপর এক শিক্ষার্থী বলেন, আমাদের এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলোতে সু-পেয় পানি ও যথেস্ট খেলার সরঞ্জামাদি নাই, আপনি নির্বাচিত হলে এ গুলো কিভাবে পুরণ করবেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি রাস্ট্র ক্ষমতায় গেলে, শিক্ষার্থীদের মেধায় পরিনত করে তুলবো, আগামী দিনের রাষ্ট্র নায়ক, তারুন্যের আইকন জনাব তারেক রহমান বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষাকে আরো আধুনিকায়ন করে শিশুদের আনন্দদায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। কাজেই তোমরা আমার জন্য দোয়া করো, আমি নির্বাচিত হলে, তোমাদের চাহিদা মতো শিক্ষাঙ্গন গুলো সাজিয়ে দেয়া হবে।
আলোচনা সভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলাই অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই বাড়ছে ইভটিজিং, তৈরী হচ্ছে কিশোর গ্যাং এর মূল উৎসই হচ্ছে মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন, আর আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। এছাড়া দুর্গাপুরে অনার্স কোর্স চালু, নারী শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ স্থাপনে সহায়তা, খেলাধুলার পরিবেশ তৈরী করার বিষয়ে সহায়তা করবেন বলে তিনি ওয়াদা করেন। আমার প্রতি আস্থা রেখে ভোট দিন, আমার দেয়া প্রতিটি ওয়াদাই পালন করবো ইনশাআল্লাহ্।
আয়শা/২৮ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০০





