
বিনোদন ডেস্ক : আকাশছোঁয়া জনপ্রিয়তা আর বিলাসী জীবনের জন্য পরিচিত বলিউডের ‘ব্যাড বয়’ র্যাপার বাদশা। তবে হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত যে কতটা অনুশোচনার কারণ হতে পারে, তা এবার নিজের অভিজ্ঞতা থেকেই বুঝেছেন তিনি। আবেগের বশে প্রায় সাড়ে ১২ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল গাড়ি কিনে এখন আক্ষেপে ভুগছেন এই তারকা। খবর নিউজ ১৮।
এত বড় অঙ্কের টাকা খরচের পর তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয় বলেও জানান তিনি। বাদশার কথায়, ‘সবচেয়ে দামি জিনিসটা যখন হাতে চলে আসে, তখন এরপর কী চাইবো—সেটাই বুঝে ওঠা কঠিন হয়ে যায়। সেখান থেকেই আফসোসটা শুরু।’দামি জিনিসের প্রতি দুর্বলতা যে তার পুরোনো অভ্যাস, সেটাও স্বীকার করেছেন এই র্যাপার। পোশাক কিংবা জুতোর ক্ষেত্রে প্রায়ই আবেগে সিদ্ধান্ত নেন তিনি। তবে এবার সাড়ে ১২ কোটির গাড়ি কেনা যে পুরোপুরি আবেগতাড়িত ছিল, তা অকপটে মেনে নিচ্ছেন বাদশা।
খোরশেদ/২৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:২০





