ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ঢাকার জনসংখ্যা সাড়ে ৪ কোটি

uploader3 | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ - ০৫:৫৮:৩২ পিএম

ডেস্ক নিউজ  : সবশেষ জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে ঢাকায় রয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯৯৫ জন, যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ।

রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন।

সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

এর আগের বিভাগভিত্তিক জনসংখ্যা পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা বিভাগের গণনাকৃত জনসংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন। পিইসি জরিপের আলোকে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সমন্বয়কৃত জনসংখ্যা প্রকাশ করার ফলে ঢাকায় সমন্বয়কৃত জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯৯৫ জন।
 
সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে। গণনাকৃত জনসংখ্যা ছিল ৯১ লাখ ১০২ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ৯৩ লাখ ২৫ হাজার ৮১৮ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৫.৪৯ শতাংশ।
 
চট্টগ্রাম বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ৩ কোটি ৩২ লাখ ২ হাজার ৩২৬ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫৮১ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২০.১৩ শতাংশ।
 
খুলনা বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৬৪৫ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ১০.৪৯ শতাংশ।

ময়মনসিংহ বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ২২ লাখ ২৫ হাজার ৪৯৮ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৫২৪ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৭.৪৪ শতাংশ।
 
রাজশাহী বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ২ কোটি ৩ লাখ ৫৩ হাজার ১১৯ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ২ কোটি ৭ লাখ ৯৪ হাজার ২৩ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ১২.২৪ শতাংশ।
 
রংপুর বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ৭৬ লাখ ১০ হাজার ৯৫৬ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭৩ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ১০.৬১ শতাংশ।
 
সিলেট বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৮৬৩ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ২১ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ০৬.৭২ শতাংশ।
 
সব বিভাগ মিলে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। যার মধ্যে ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করে।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫৮

▎সর্বশেষ

ad