কোপা ইতালিয়ার সেমিতে মুখোমুখি হচ্ছে ইন্টার-য়্যুভেন্তাস

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ১১:০০:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৪ এপ্রিল) অ্যালয়্যাঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এভাবেও ফিরে আসা যায়! ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের বিখ্যাত এই গানের প্রতিটি লাইন যেন চরম বাস্তব হয়ে ধরা দিলৎ য়্যুভেন্তাস শিবিরে। সবাই যেখানে দেখেছিল শেষ, আর্থিক অনিয়মের দোহাইয়ে যেখানে ১৫ পয়েন্ট কেটে নিয়ে একরকম রেলিগেশন জোনে ঠেলে দেয়া হয়েছিল তুরিনোর ক্লাবটিকে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। শুধু লিগেই নয়, কোপা ইতালিয়াতেও চলছে তাদের বাজির ঘোড়া।

 তবে সেমিফাইনালের প্রতিপক্ষ যে প্রবল। নামেধামেই নয় ইন্টার মিলান যে আসরের বর্তমান চাম্পিয়ন। তাইতো পরিকল্পনা কিছুটা পরিবর্তন কোপা ইতালিয়ার সবচাইতে সফল দলটির। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে র‌্যাবিয়ট, পারদেস দুজনেই ফিরেছেন সাসপেনশন কাটিয়ে। শুরুর একাদশে অ্যাঞ্জেল ডি মারিয়া, ভালহোভিচ, মার্টিনেল্লি, লোকাতেল্লির থাকাটা নিশ্চিত। তবে নিয়মিত অধিনায়ক লিওনার্দো বেনুচ্চিকে বেঞ্চে বসিয়ে রাখার ইঙ্গিত দিলেন অ্যালেগ্রি। ইনজুরিতে তিনি পাচ্ছেন না চিয়েসার সার্ভিস।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে য়্যুভেন্তাস কোচ অ্যালেগ্রি বলেন, ‘ম্যাচটা কঠিন হবে আমাদের জন্য। এটা সত্যি, ইন্টার তাদের সেরা ফর্মে নেই। তবে তাতে আমাদের স্বস্তিতে থাকার সুযোগ নেই। যেমনটা সুযোগ নেই শুরুর একাদশ নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ করা। ঘরের মাঠে জিতে প্রথম লেগে এগিয়ে থাকতে চাই। ব্যবধান যতটা সম্ভব বাড়িয়ে নিতে চাই।’অন্যদিকে দুঃসময়ের ঘোরটোপে বন্দী ইন্টার। নিজেদের সবশেষ ৬ ম্যাচে তাদের জয় আছে মোটে একটায় হার চারটায়। মড়ার ওপর খাড়ার ঘা ফেদেরিকো ডারমারিকোর চোট। গোলমিসকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া রোমেলু লুকাকু ছাড়া স্ট্রাইকিং পজিশনে বিকল্প নাই নেরাজ্জুরি বস সিমন ইনজাগির।

 গণমাধ্যমকে সিমন ইনজাগি বলেন, ‘এটা ভিন্ন একটা প্রতিযোগিতা। দলের ফর্ম নিয়ে আপাতত আলোচনা না করে এই ম্যাচেই পুরোপুরি মনোযোগ আমাদের। আবারো বলছি একটা জয় আমাদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে আর ছেলেদের কাছে সেই বার্তাটাই দেয় হয়েছে।’এ পর্যন্ত ডার্বি ইতালিয়ায় ২৬১বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে ইন্টারের ৮১ জয়ের বিপরীতে ১১৬ ম্যাচে জয় আছে য়্যুভেন্তাসের।

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad