উদ্ধার করা পণ্যগুলো নিয়ে যাচ্ছেন মালিকরা

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ১০:৩০:৪৮ পিএম

ডেস্ক নিউজ : আগুনের সঙ্গে লড়াই করে সকাল থেকে নিজেদের দোকানের পণ্যগুলো উদ্ধার করেন মালিক ও কর্মচারীরা। বঙ্গবাজার, এনেক্সো, আদর্শ, ইসলামিয়া, আলম, বরিশাল ও গুলিস্তান মার্কেট থেকে এ পণ্যগুলো উদ্ধার করা হয়। তবে বঙ্গবাজার মার্কেট থেকে তেমন কোনো পণ্য উদ্ধার করা যায়নি। উদ্ধারকৃত পণ্যগুলো পিকআপ ও ভ্যানে করে স্থানান্তর করছেন মালিকরা।

ইসলামিয়া মার্কেটের দোকানদার জাহিদুল ইসলাম বলেন, ‘কী আর উদ্ধার করছি৷ সব তো পুড়ে ছাই হয়ে গেছে। এখন যা আছে এটা বাসায় নিয়ে যাব। যদি কিছু বেচে ঈদ করতে পারি।’ একই কথা জানান আরেক ব্যবসায়ী রকিবুল ইসলাম। রকিবুল কালের ‘মাত্র ১৫ লাখ টাকার মাল উদ্ধার করতে পেরেছি।  ৩০-৪০ লাখ টাকার মাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা রাস্তার ফকির হয়ে গেলাম।’ এ পণ্য কই নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো নারায়ণগঞ্জ নিয়ে যাব। ওইখানে কারখানা আছে, সেখানেই রাখব।’ 

এদিকে এখনো এনেক্সো টাওয়ারের সাততলা থেকে পণ্য উদ্ধার করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সাততলা থেকে উদ্ধারকৃত পণ্য নিচে ফেলা হচ্ছে। পরে সেখান থেকে পণ্যগুলো মালিকরা উঠিয়ে নিয়ে আসবেন।

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৯

▎সর্বশেষ

ad