
ডেস্ক নিউজ : আগুনের সঙ্গে লড়াই করে সকাল থেকে নিজেদের দোকানের পণ্যগুলো উদ্ধার করেন মালিক ও কর্মচারীরা। বঙ্গবাজার, এনেক্সো, আদর্শ, ইসলামিয়া, আলম, বরিশাল ও গুলিস্তান মার্কেট থেকে এ পণ্যগুলো উদ্ধার করা হয়। তবে বঙ্গবাজার মার্কেট থেকে তেমন কোনো পণ্য উদ্ধার করা যায়নি। উদ্ধারকৃত পণ্যগুলো পিকআপ ও ভ্যানে করে স্থানান্তর করছেন মালিকরা।
এদিকে এখনো এনেক্সো টাওয়ারের সাততলা থেকে পণ্য উদ্ধার করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, সাততলা থেকে উদ্ধারকৃত পণ্য নিচে ফেলা হচ্ছে। পরে সেখান থেকে পণ্যগুলো মালিকরা উঠিয়ে নিয়ে আসবেন।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৯