
ডেস্ক নিউজ : মাগুরার মহম্মদপুরে মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেছে। উপজেলা পরিষদের ভেতরে মঙ্গলবার সকালে কৃষি যন্ত্র সংরক্ষণাগার ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় শ্রমিকরা এসব পান। এগুলো রাজাকার ও পাক বাহিনীর লোকদের বলে স্থানীয় মুক্তিযোদ্ধারা জানিয়েছেন। শ্রমিক কিবরিয়া বলেন, মাটি খুঁড়লেই এখানে অসংখ্য মানুষের হাড়গোড় পাওয়া গেছে। মাটি খুঁড়ে নিচের দিকে গেলে আরও হাড়গোড় পাওয়া যাবে।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় উপজেলা পরিষদের ভবনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী ক্যাম্প স্থাপন করেছিল। ১৯ নভেম্বর মুক্তিযোদ্ধা বাহিনীর সঙ্গে পাক হানাদার বাহিনী ও রাজাকারদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে পাক হানাদার বাহিনী ও রাজাকাররা পরাজিত হয়েছিল এবং অনেকে নিহত হয়েছিলেন। যারা নিহত হয়েছিলেন; এখানে তাদের গণকবর দেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, বিষয়টি জেনেছি। স্থানীয় কৃষি বিভাগ, মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২৪