৬৬তম ওভারে এসে বল হাতে নিলেন সাকিব

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ০৬:৫৭:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম দুই সেশনে বল করেননি সাকিব আল হাসান। কেন বল করছেন না তিনি, এনিয়ে জোর আলোচনা শুরু হয়। তবে ম্যাচের শেষ ঘণ্টার আগেই বল হাতে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাতে থামে সব জল্পনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে প্রথমে বোলিং করছে টাইগাররা। সাকিব ৬৬তম ওভারে প্রথমবার বল হাতে নিয়েছেন। এর আগ পর্যন্ত হাত ঘুরিয়েছেন শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

৬৫ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ১৮৩/৭। ৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল তাইজুল। ২ উইকেট নিয়েছেন ইবাদত। শরিফুল ও মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

▎সর্বশেষ

ad