
আন্তর্জাতিক ডেস্ক : এক সময় দখলদার ইসরাইলের যুদ্ধবিমান লক্ষ্য করে ঢিল কিংবা পাথর ছুড়তো ফিলিস্তিনিরা। নিজস্ব সামরিক শিল্পের অগগ্রতির কারণে এখন ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাজা উপত্যকার আকাশে মহড়া দিতে আসা ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে হামাস।
তাসনিম নিউজ জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাসের একটি ড্রোন ভূপাতিত করার পর সংগঠনটি ইসরাইলি যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবরে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড সোমবার এক ঘোষণায় বলেছে, এদিন গাজা উপত্যকার আকাশে তাদের একটি ড্রোন ভূপাতিত করে দখলদার ইসরাইলি সেনারা। ড্রোনটিতে গুলি করার সময় আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা এটি নিয়ে প্রশিক্ষণ চালাচ্ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি ড্রোনটিকে টার্গেট করার পর পরই আল-কাসসাম ব্রিগেডের সদ্যরা ইসরাইলি যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদিও এতে যুদ্ধবিমানগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
হামাসের একজন মুখপাত্র বলেছেন, এক সময় ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় ঢিল ও পাথর ছাড়া অন্য কোনো অস্ত্র ছিল না ফিলিস্তিনিদের। কিন্তু বর্তমানে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো প্রতিরক্ষা শিল্পে অনেকটা উন্নতি করেছে। ফলে তারা ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
আল মানার জানিয়েছে, হামাস প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, তাদের যোদ্ধারা গাজার আকাশে একটি ইসরাইলি ফাইটার জেট লক্ষ্য করে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ছেন।
এর আগে হামাস ঘোষণা করেছিল, তাদের একটি ড্রোন ভূপাতিত করার পর গাজা উপত্যকার আকাশে শনাক্ত ইসরায়েলি ফাইটার জেটের দিকে বেশ কয়েকটি সারফেস টু এয়ার মিসাইল ছোড়া হয়েছে।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫০