পাকিস্তান সিরিজের জন্য আইপিএলের মধ্যেই নিউজিল্যান্ডের দল ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ০৫:৪৯:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্বে থাকছেন টম লাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন আইপিএলের কারণে এমনিতেই সিরিজটি মিস করতেন। তবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গেছেন তিনি। পাকিস্তান সফরের দলে জায়গা পেয়েছেন সম্প্রতি ওয়ানডে অভিষেক হওয়া রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি ও চাদ বয়েস। দলে আছেন দুই নতুন মুখ-বেন লিস্টার ও কোলে ম্যাককোয়েনি।

তবে একেবারেই তরুণ দল নিয়েও পাকিস্তান সফরে যাচ্ছে না কিউয়িরা। দলে আছেন ড্যারেল মিচেল, জিমই নিশাম, হেনরি নিকোলস, ম্যাট হেনরি ও ঈশ সোধি। দল নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন,  এ বছরের শুরুতে ওয়ানডে সিরিজটা শিক্ষণীয় ছিল দলের খেলোয়াড়দের জন্য। বিশ্বকাপের বছরে বেশি ওয়ানডে খেলাটা দারুণ ব্যাপার হবে খেলোয়াড়দের জন্য।

এদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানি অস্ত্রকেই কাজে লাগাতে চায় কিউয়িরা। তাই দলের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে কিংবদন্তি স্পিনার ও পাকিস্তান জাতীয় দলের সাবেক কোচ সাকলায়েন মুশতাককে।
নিউজিল্যান্ডের পাকিস্তান সফর শুরু হবে ১৪ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এই সিরিজ চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এরপর একদিন বিরতি দিয়েই রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচে নামবে দুদল। সিরিজটি শেষ হবে ৭ মে।

নিউজিল্যান্ড স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চাদ বয়েজ, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোলে ম্যাককোয়েনি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমই নিশাম, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ঈশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad