
স্পোর্টস ডেস্ক : বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার (৪ এপ্রিল) ১৫৩ রানের ইনিংস খেলেন আবাহনী লিমিটেডের ওপেনার। ১২৭ বলের ইনিংসে ১৩ চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন ৩০ বছর বয়সি ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অষ্টাদশ সেঞ্চুরি এটি।
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৩ রানের ইনিংসে এবারের লিগ শুরু করেছিল এনামুল। পরের চার ম্যাচে দুবার পঞ্চাশ পেরোলেও পাননি শতকের দেখা। তবে সবশেষ দুই ম্যাচেই সিক্ত হলেন তিনি শতরানের সাফল্যে।
এদিকে এখন পর্যন্ত চলতি ডিপিএল ২০২২-২৩ এ সর্বোচ্চ রান সংগ্রাহক আবাহনীর বিজয়। ৭ ইনিংসে তার সংগ্রহ ৫৭২। দুবার নট আউট থাকা বিজয়ের গড় ১১৪.৪০, স্ট্রাইক রেট ১০৪।
বিজয়ের সতীর্থ মোহাম্মদ নাইম শেখ ৫০৬ রান নিয়ে আছেন দুই নম্বরে। ৪ ফিফটি এবং ১ সেঞ্চুরি করা নাইম আজ পুড়েছেন সেঞ্চুরি মিসের হতাশায়। ১০২ বল খেলে আউট হয়েছেন ৯৪ রান করে।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৫