
আন্তর্জাতিক ডেস্ক : সামুদ্রিক ঝড়, দাবানল, টর্নেডো, প্রচণ্ড তুষারপাতসহ আবহাওয়া এবং জলবায়ু বিপর্যয়ের কারণে ২০২২ সালে প্রায় ১৬৫ বিলিয়ন বা ১৬ কোটি ৫০ লাখ ডলারের আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ফোবস ম্যাগাজিন।
অন্যদিকে গত অক্টোবর মাসে হারিকেন আইয়ান ফ্লোরিডা, সাউথ এবং নর্থ ক্যারোলাইনায় আঘাত হানে। এসব ঘটনায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত ও আহত হয়েছে। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন তাদের রিপোর্টে বলেছে, চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে এসব স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে। সব এভাবে চলতে থাকলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও ভয়াবহ পরিস্থিতি দেখবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।
কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫০