ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বিপিএল: খেলার চেয়ে যেখানে ‘ধুলা’ বেশি

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৪:০০:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : যে কোনো বড় টুর্নামেন্ট শুরুর আগে উত্তাপ ছড়ায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরুর আগেও উত্তাপ ছড়িয়েছিল। তবে সেটা শুধুই সাকিব আল হাসানের সোজাসাপটা কথার মাধ্যমেই। সাংবাদিকদের যিনি বিপিএল নিয়ে বলেছিলেন ‘যা-তা অবস্থা’। বিপিএল মাঠে গড়ানোর পর সাকিবের সেই কথারই প্রমাণ মিলছে প্রায় প্রতিদিনই। সাকিব নিজেও সেখানে বিতর্কে জড়াচ্ছেন। আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদ করছেন। মাঠে ঢুকে পড়ে খেলা বন্ধ রাখছেন।

শুধু সাকিব কেন। সৌম্য সরকার, এনামুল হক বিজয়রাও রয়েছেন সেই তালিকায়। সেই সঙ্গে আবার দলগুলোর কাছে ম্যাচ পাতানোর প্রস্তাবও যাচ্ছে! সব মিলিয়ে খেলার চেয়ে ধুলাই বেশি বিপিএলে। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয় ২০১১ সালে। নানান ধাপ পেরিয়ে ৬ দলের আসর মাঠে গড়ায় ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি।

সেই থেকে এবারের আগ পর্যন্ত ৮টি মৌসুম দেখেছে বিপিএল। তবে এই ৮ মৌসুমে ম্যাচ গড়াপেটা, পারিশ্রমিক বকেয়াসহ উঠেছে নানান বিতর্ক। আসরে অংশ নেওয়া দলের সংখ্যা, ফ্র্যাঞ্চাইজি স্বত্ব সবকিছুই বদলেছে বছরে বছরে। তাই পরিকল্পনা গ্রহণের এক যুগ পরেও বিপিএল পড়ে আছে সেই তিমিরেই। একটা সময় বিপিএলে ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়রা নিয়মিত ছিলেন। খেলে গেছেন এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথরাও।

তবে এখন বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সংখ্যা বেড়েছে। বিপিএলের সময়েই হচ্ছে দক্ষিণ আফ্রিকার এসএ ২০। দুদিন পরই দুবাইয়ে শুরু হবে ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি (আইএল টি–টোয়েন্টি)। বড় ক্রিকেটাররা বিপিএলের চেয়ে সেখানে খেলাকেই বেছে নিচ্ছেন। তাই বিপিএলে এবার সেই অর্থে খুব বড় তারকাও নেই। পল ভ্যান মিকারেন, কলিন অ্যাকারম্যান, কার্টিস ক্যাম্ফার, ম্যাক্স ও’দাউদদের মতো আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর খেলোয়াড়দের নিয়েই বিপিএলে টানাটানি অবস্থা।

বিসিবির রাজস্ব আয়েও এখন পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারেনি বিপিএল। বরং অনেক সময় খেলোয়াড়দের পারিশ্রমিক নিজেরাই দিয়েছে। মাশুল গুনেছে দুর্বল আর ভেজালে ভরা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার। বিসিবি পরে বাধ্য হয়েছে বিপিএলের আর্থিক কাঠামো সংকুচিত করতে। কমিয়ে দেওয়া হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি ফি। এবারের আসরে তো ডিআরএসের ব্যবস্থাও করতে পারেনি বিসিবি। সাকিব আল হাসান তাই যথার্থই বলেছিলেন, ‘বিপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগই ভালো’।

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad