ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

রোনালদোতে কপাল পুড়ল আবুবকরের

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৮:০২:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বিপত্তিটা মূলত নিয়মে। সেখানে বলা আছে, সৌদি আরবে একটি ক্লাবে সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন। আর রোনালদোর ক্লাব আল-নাসর এই কোটা পূরণ করে রেখেছে আগে থেকেই। ফলে জায়গা খালি করা দরকার ছিল। না হলে তারকা রোনালদো দলে ঢুকতে পারবেন না। সেজন্য বলি হিসেবে বেছে নেয়া হলো ভিনসেন্ট আবুবকরকে। বছরে প্রায় ৬৬ কোটি টাকায় (৬ মিলিয়ন ইউরো) ২০২১ সালের ৮ জুন তিন বছরের জন্য আল-নাসরে চুক্তি করেছিলেন আবুবকর। আর বিশ্বকাপ শেষে প্রতি মৌসুমে ২ হাজার ১৭৮ কোটি টাকার উপরে (২০০ মিলিয়ন ইউরো) পারিশ্রমিকে ক্লাবটিতে নাম লেখান রোনালদো। 

এদিকে ভক্তরা রোনালদো-আবুবকর জুটি দেখার অপেক্ষা করছিলেন। কিন্তু সে গুড়ে বালি ঢেলে দিল আল-নাসর। বিভিন্ন খবরে বলা হচ্ছে, ক্যামেরুন তারকা ভিনসেন্ট আবুবকর আল-নাসর ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন। তবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ফলে সময় হলে জানা যাবে আবুবকরের গন্তব্য। 

ক্যামেরুন তারকা ভিনসেন্ট আবুবকর আলোচনায় এসেছিলেন কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে। সে ম্যাচে একমাত্র গোলটি করেন তিনি। তবে দুবার হলুদ কার্ড দেখায় লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচটিতে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন জার্সি খুলে উদযাপন করায়। তবে লাল কার্ড দেখলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোয় নায়ক বনে যান আবুবকর।

অন্যদিকে আল-নাসরে যোগ দিলেও মাঠে নামার সুযোগ হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। এপ্রিলে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে এক দর্শকের ফোন ভেঙেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা। যার পরিপ্রেক্ষিতে ইংলিশ ফুটবল ফেডারেশন তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানা করে। সিআরসেভেন ভক্তদের জন্য এই মুহূর্তে সুখবর হলো—জানুয়ারিতেই মাঠে ফিরতে পারেন রোনালদো। আর সে পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করছেন সমর্থকেরা।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:০০

▎সর্বশেষ

ad