ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

মনিরামপুরে খাল দখল করে বেড়িবাধ নির্মানের অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৭:১৯:৩৬ পিএম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শালিকা বিলের সরকারি খাল দখল করে বেড়িবাধ নির্মানের অভিযোগ পাওয়া গেছে। মোশাররফ হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তি খাল দখলের পর বেড়িবাধ নির্মান করে মৎস্যঘের করেছেন। খালের উপর বেড়িবাধ নির্মান করায় আশপাশের আবাদি জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে আবাদ করতে ব্যর্থ হওয়ায় শালিকা বিলপাড়ের কৃষকরা ফুসে উঠেছে। অবিলম্বে বেড়িবাধ অপসারনের দাবিতে এলাকাবাসী গতকাল রোববার দুপুরে বিক্ষোভ প্রদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

জানাযায়, উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর বিল শালিকায় চাষাবাদের জন্য সরকার খাল খনন করে। সেই থেকে ওই বিলে হাজারো কৃষক তাদের জমিতে আবাদ করে আসছে। ইতিমধ্যে বিলের শতাধিক বিঘা জমি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লিজ নিয়ে খালের পাশে মৎস্যঘের নির্মান করেন নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের হাসমত আলীর ছেলে মোশাররফ হোসেন। কিন্তু অভিযোগ রয়েছে মোশাররফ হোসেন খালের ৮৪ শতক খাস জমি দখলের পর বেড়িবাধ নির্মান করেছেন। ফলে আশপাশের জমি জলাবদ্ধ হয়ে পড়ায় কৃষকদের আবাদ করা অনিশ্চিত হয়ে পড়েছে। খালপাড়ের কৃষক দেবাশিষ দত্ত জানান, খালের ওপর বেড়িবাধ নির্মান করায় আশাপাশের জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। অপর কৃষক রিপন বিশ্বাষ, নিমাই দত্ত, নিলমনি দত্ত, পরিতোষ বিশ্বাষ, সমিরন সরকারসহ অন্যান্যরা জানান,বেড়িবাধ নির্মান করায় তাদের জমি থেকে পানি সরতে না পেরে স্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে।

ফলে তারা এবার বোরো আবাদ করতে পারছেননা। আনন্দ বিশ্বাষ, গোপাল বিশ্বাষ জানান, তাদের জমিতে বেধে থাকা(জলাবদ্ধতা) পানি সরাতে বেড়িবাধের মাঝ থেকে কেটে দেওয়ার জন্য ঘের মালিক মোশাররফ হোসেনকে বার বার অনুরোধ করা হলেও তিনি কর্নপাত করেননি। বরং মোশাররফ হোসেন কৃষকদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। সরকারি খাল দখলের পর বেড়িবাধ নির্মানের অভিযোগের সত্যত্য স্বীকার করে স্থানীয় হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটন জানান, বেড়িবাধ অপসারনের জন্য বলা হলেও মোশাররফ হোসেন কোন পদক্ষেপ নেননি। ফলে আবাদ করতে ব্যর্থ হওয়ায় শালিকা বিলপাড়ের কৃষকরা ফুসে উঠেছে।

অবিলম্বে বেড়িবাধ অপসারনের দাবিতে এলাকাবাসী রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন জানান, দু-একের মধ্যে সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষনিকভাবে বেড়িবাধ অপসারনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।তবে খালের জমি দখলের অভিযোগ অস্বীকার করে ঘেরমালিক মোশাররফ হোসেন জানান, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে ঘের নির্মন করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad