আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার হাজার হাজার ইসরায়েলি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ইসরায়েলের উপকূলীয় শহর তেলআবিবে স্লোগান দিয়েছে- ‘গণতন্ত্র বিপদে’ এবং ‘ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য’। বিক্ষোভকারীদের অনেকে ইসরায়েলি এবং রংধনু পতাকা হাতে রেখেছিল। একই সঙ্গে অনেকে ‘ক্রাইম মিনিস্টার’ লেখা একটি বড় ব্যানার নিয়ে বিক্ষোভে হাজির হন।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা বলছেন, গণতন্ত্র ও স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। অথচ মাত্র এক সপ্তাহের বেশি সময় আগে ইসরায়েলে গঠিত হয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন সরকার। এরই মধ্যে হাজারো ইসরায়েলি তার নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
এএফপি বলেছে, নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করার এবং সমকামী সম্প্রদায়ের সদস্য ও সমর্থকদের উদ্বিগ্ন করে এমন কিছু সামাজিক সংস্কার এগিয়ে নেওয়ার অভিপ্রায় ঘোষণা করেছে।
ইসরায়েলের বিচারব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনাও গত সপ্তাহে উন্মোচন করেছেন নতুন ইসরায়েলি বিচারমন্ত্রী। সেটি হলে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করার অনুমতি পাবে দেশটির পার্লামেন্ট।
কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৫