ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ইসরায়েলে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৬:৫৬:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমেছেন। বিক্ষোভকারীরা বলছেন, গণতন্ত্র ও স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। অথচ মাত্র এক সপ্তাহের বেশি সময় আগে ইসরায়েলে গঠিত হয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন সরকার। এরই মধ্যে হাজারো ইসরায়েলি তার নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার হাজার হাজার ইসরায়েলি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ইসরায়েলের উপকূলীয় শহর তেলআবিবে স্লোগান দিয়েছে- ‘গণতন্ত্র বিপদে’ এবং ‘ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য’। বিক্ষোভকারীদের অনেকে ইসরায়েলি এবং রংধনু পতাকা হাতে রেখেছিল। একই সঙ্গে অনেকে ‘ক্রাইম মিনিস্টার’ লেখা একটি বড় ব্যানার নিয়ে বিক্ষোভে হাজির হন। 

এএফপি বলেছে, নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণের নীতি অনুসরণ করার এবং সমকামী সম্প্রদায়ের সদস্য ও সমর্থকদের উদ্বিগ্ন করে এমন কিছু সামাজিক সংস্কার এগিয়ে নেওয়ার অভিপ্রায় ঘোষণা করেছে।

ইসরায়েলের বিচারব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনাও গত সপ্তাহে উন্মোচন করেছেন নতুন ইসরায়েলি বিচারমন্ত্রী। সেটি হলে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করার অনুমতি পাবে দেশটির পার্লামেন্ট।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad