
বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা আলোচনা সভাসহ দিনভর অনুষ্ঠিত নানা কর্মসূচী’র মধ্যদিয়ে গতকাল বুধবার বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা, গৌরনদী পৌর ছাত্রলীগ ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল সকাল ৭টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন,সকাল ১১টায় ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর ৭৫ পাউন্ডের একটি বিশাল কেক কাটা হয়।
১১.৩০টায় উপজেলা সদরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, বর্নাঢ্য এ অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক বেপারী,সাধারন সম্পাদক বাবুল হোসেনসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের হাজারের অধিক নেতা,কর্মী ও সমর্থকের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।শোভাযাত্রাটি শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল,ছাত্রলীগ নেতা আতিক মিয়া, দিবাকর পাল মিঠুন, ইমরান মিয়া, প্রিন্স রোনান্ড বেপারী, আরিফ মিয়া প্রমূখ।
কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৩