
এসময় খাগড়াছড়ি ৭ এপিবিএন অস্থায়ী হেডকোয়ার্টার এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার খাগড়াছড়ি সদর সার্কেল জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মো:নাজিম উদ্দিন,সহ পুলিশের পদস্থ কর্মকর্তা পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টার কমান্ডেন্ট (ডিআইজি)পরিতোশ ঘোষ বলেন,স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল নিজেদের জীবন দিয়ে এইদেশের সম্মান রক্ষার জন্য মুক্তিযুদ্ধকালীন পুলিশের অবদানকে তুলে ধরেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় পুলিশ তিন ভাবে কাজ করেছে। প্রথমতঃ মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ করে, দ্বিতীয়তঃ ভারতে মুক্তিযোদ্ধাদের যে প্রশিক্ষণ দেয়া হতো সেখানে অস্ত্র প্রশিক্ষক হিসেবে এবং তৃতীয়ত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।
কিউটিভি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৯