
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে শান্তি-সম্প্রীতি রক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য আর্থ-সামাজিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা,সুপেয় পানির ব্যবস্থা, বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে মানবিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসে লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ আর্মি ক্যাম্প এবং জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় হতদরিদ্র ৪৬০ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুত্রুবার (১ ৬ ডিসেম্বর ২০২২ইং) সকাল ১১ টার দিকে লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ আর্মি ক্যাম্প এবং জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ক্যাম্পে স্থানীয় অসহায় হতদরিদ্র ৪৬০ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শীতার্তদের মাঝে শীত বস্ত্রবিতরণ কার্যত্রুম উদ্বোধন করেন লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া।
এ সময় লংগদু উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, লংগদু সার্কেল এএসপি, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন জোনের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া বলেন, “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। পাহাড়ে বসবাসরত জনগনের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কিউটিভি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১২