ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

লালমনিরহাট রেল বিভাগের ঢাকাগামী সবকটি আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল

Anima Rakhi | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ - ০৩:২২:৩০ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন লালমনিরহাট,কুড়িগ্রাম, রংপুর ও পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।ঢাকা থেকে উত্তরবঙ্গে আসার প্রধান ও একমাত্র রেল রুটের টাঙ্গাইল ও বঙ্গবন্ধু পূর্ব রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় অবস্থিত ব্লক সেকসনে একটি মালগাড়ী লাইনচুৎ হয়ে পড়লে ঢাকা থেকে ছেড়ে আসা এসব ট্রেন সময় মত গন্তব্য স্থানে পৌছাতে পারেনি। ফলে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এই চারটি ট্রেনের ঢাকাগামী যাত্রা বাতিল করা হয়েছে।
লালমনিরহাট থেকে লালমনিরহাট এক্সপ্রেস সকাল ১০.২০,কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস সন্ধ্যা ৭.১৫ রংপুর থেকে রংপুর এক্সপ্রেস রাত ৮. ১০ এবং পঞ্চগড় থেকে পঞ্চগড় এক্সপ্রেস দুপুর ১২.১৫ টায় ছেড়ে যাবার কথা ছিল। তবে এই বিভাগের অন্যান্য লোকাল ও মেইল ট্রেন গুলো সময় অনুযায়ী চলাচল করছে।এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার গ্রেড-১ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নুরুন্নবী ইসলাম জানান, অনাঙ্ক্ষিত দূর্ঘটনার কারণে ট্রেনের যাত্রা বিলম্ব হয়েছে। ফলে লালমনিরহাট এক্সপ্রেস এখনো গন্তব্য স্থল লালমনিরহাটে আসেনি।

এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন আন্তঃনগর এক্সপ্রেস গুলোও সময় মত আসতে পারেনি।এ কারণে লালমনিরহাট রেল বিভাগের চারটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। তবে লোকাল ও মেইল ট্রেন সময় অনুযায়ী চলাচল করছে।তিনি আরও বলেন, আজকের এক্সপ্রেস ট্রেন গুলোর যারা টিকিট ক্রয় করেছিলো তাদের টিকিট গ্রহণ করে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে সকল ট্রেন নিয়ম অনুযায়ী চলবে।

কিউটিভি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad