
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যােগে অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী। রোববার (১১ডিসেম্বর ২০২২ইং)বিকাল ৫টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেডে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যােগে চার শতাধিক অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন,আমরা খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পুনাকের প্রতিটি কাজে আন্তরিকতার সহিত সহযোগিতা করায় সব সময় পুনাক আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় পাহাড়ের পিছিয়ে পড়া জন গোষ্ঠীদের কষ্ট কিছুটা লাগবে এর জন্য অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক পিপিএম বলেন, বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব সময় অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে মানবিক কার্যত্রুম করে আসছে তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যােগে চার শতাধিক অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এইমহতি উদ্যােগ গ্রহন করার জন্য পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী,র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কিউটিভি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪