
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দুর্নীতিকে ‘না’ বলেছে ব্রাহ্মণবাড়িয়ার নয় উপজেলার হাজার হাজার মানুষ। দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার জেলা সদরসহ নয় উপজেলায় আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচির। এরই অংশ হিসেবে মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারি থেকে শুরু করে সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন। জেলার নবীনগরে এক শিশুকেও দুর্নীতিবিরোধী পোস্টার হাতে দেখা যায়।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সার্কিট হাউজের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধনে জেলা প্রশাসকসহ জেলার সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মানুষ অংশ নেন। পরে একটি র্যালি বের হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধে চেতনা যদি আমরা ধারণ করি, আমাদের ভেতর যদি চেতনা থাকে তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। পৃথিবীর কোথাও দুর্নীতি শূণ্যের কোটায় নেই। তবে দুর্নীতির প্রকোপ কমিয়ে আনতে পারলে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।’এদিকে শুক্রবার সকালে নাসিননগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস। নবীনগরে ডাক বাংলোর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় এক শিশুকে দুর্নীতিবিরোধ পোস্টার হাতে নিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনেও দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিউটিভি/অনিমা/০৯.১২.২০২২/সন্ধ্যা ৭.০৯