ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

৯৯৯ কল পেয়ে দুই দেওয়ালের মাঝখানে আটকে থাকা গরু উদ্ধার

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ - ০৯:২৩:৪৯ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার সকালে দুই দেওয়ালের মাঝে আটকে থাকা গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জরুরি সেবা নম্বর ৯৯৯ কল পেয়ে গরুটি উদ্ধার করা হয়। এ সময় দেওয়াল ভাঙ্গতে হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পৌর এলাকার মুন্সেফপাড়ার বাসিন্দা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিদওয়ান আনসারি রিমোর দুটি গরু সকালে তাদের বাড়ির পিছনে ছেড়ে দেওয়া হয়। এরই মধ্যে গরুটি হারিয়ে যায়। পরে গরুর মালিক শহরের বিভিন্ন জায়গায় গরু খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেন একটি গরু বাগানবাড়ি এলাকায় রাসেল আহমেদ বাড়ির ভবন ও সীমানা দেওয়ালের মাঝে আটকে আছে। পরে ৯৯৯ কল করা হয়। ৯৯৯ কলের একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেয়াল ভেঙ্গে অক্ষত অবস্হায় গরুটিকে উদ্ধার করে।
বাগান বাড়ির এলাকার বাসিন্দা ও প্রাণি খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানের মালিক আহমেদ জানান, সকালে আমার ছেলে বাড়ির দেওয়ালের মাঝে গরুটিকে আটকে থাকতে দেখে। অল্প সময়ের মধ্যেই গরুর মালিক রিমো আসেন। পরে ৯৯৯ কল করলে, অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন এসে দেয়াল ভেঙ্গে গরুটিকে উদ্ধার করে। আমার কিছু ক্ষতি হলেও গরুটিকে অক্ষত অবস্হায় উদ্ধার করতে পেরে খুশি। মুন্সেফপাড়ার বাসিন্দা গরুর মালিক সাবেক ছাত্রলীগ নেতা রিদওয়ান আনসারি রিমো জানান, প্রতিদিনের ন্যায় দুটি গরুকে বাড়ির পিছনে রাখা হয়। সকালে কোন এক সময় গরু দুটি হারিয়ে যায়। পরে শহরের বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি শুরু করি। খুঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারি বাগানবাড়ি এলাকার রাসেল ভাইয়ের বাড়ির দেওয়ালের মাঝে গরুটি আটকে আছে। 
তিনি বলেন, গরুটি দেয়ালের চিপায় এমন ভাবে আটকে ছিলো যে বের করার কোন সুযোগ ছিলো না। পরে ৯৯৯ নম্বরে কল করে জানানোর সাথে সাথেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেয়াল ভেঙ্গে গরুটিকে উদ্ধার করে। ৯৯৯ সেবা চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার এহসান উল আলম জানান, সকালে ৯৯৯ কল পেয়ে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় একটি বাড়ির দেয়ালের চিপা থেকে দেয়াল ভেঙ্গে গরুটিকে উদ্ধার করা হয়। গরুটি সুস্থ আছে। 

কিউটিভি/অনিমা/০৭.১২.২০২২/রাত ৯.২২

▎সর্বশেষ

ad