
এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম পূর্ওববড়লায় এক দিনমজুর পরিবারের নির্মানাধীন বসতঘরে হামলা ভাংচুর লুটপাটের খবর পাওয়া গেছে।। এতে প্রায় ১লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে।(২৭ নবেম্ভর) রাত ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা : তসলিমা জন্নাতের নির্মানানাধীন বসতঘরে এ ভাংচুরের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওইমহিলা এলাকার ইসমাইলের স্ত্রী ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়,, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব বড় ভেওলার বাসিন্দা ইসমাইলের স্ত্রী পেশায় একজন দিনমজুর। তসলিমা, ৩ সন্তান নিয়ে ১টি ছোট্ট ঘরে কোন রকমে বসবাস করে। ওখানে থেকে পাসবর্তি রাস্তার লাগুয়া একটি ছোট জাগায় বেড়া দিয়ে ১টিজুুবড়ি ঘর নির্মান করে আসছিল। ঐ ঘরটিও স্থানীয় মৃত ফকির আহাম্মদেরর পুত্র বাবুল, বাদল,সালামত,মনু, সহ ১০/১৫ জনের জনের একটি দল রাত ৩ টার দীকে তসলিমার নির্মানাধীন জুবড়ি ঘরটি ভাংচুর করে, এবং লুটপাাট করে পালিয়ে জায়। এদিকে অসহায় তসলিমা খোলা আকাশে বসবাস করে প্রশাসনের জরুরী হস্তেক্ষেপ কামনা করছেন।
কিউটিভি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫






