ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

চকরিয়ার কৈয়ারবিল খিলছাদকে যুবদল নেতার নেতৃত্বে পাহাড় কাঁটার মহোৎসব

Anima Rakhi | আপডেট: ২৬ নভেম্বর ২০২২ - ০১:১৭:৫৯ পিএম
এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি : চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মন্ডলপাড়া-ঘোনাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে আলোচিত বনখেকো ও পাহাড়খেকো নাছির কোম্পানীর মালিকানাধীন স্কেভেটর দিয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসবে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালী ও যুবদলনেতা আব্দুর রহিম গং। একটি সূত্রে জানা যায়, কর্তনকৃত পাহাড়টি নলবিলা বনবিটের আওতাধীন। সাংবাদিকরা সরেজমিন গেলে স্থানীয় এলাকাবাসী জানান, পাহাড় কাটার কারণে মাটির লেয়ার নরম হয়ে যেকোনো মূহুর্তে পাহাড় ধসে মাটি চাপায় মানুষের যানমাল ও ঘরবাড়ী ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

অন্য দিকে পাহাড় কাটার কারণে এলাকার পরিবেশের মারাত্মকভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, পাহাড় কাটার কারণে এলাকায় একমাত্র চলাচলের পথটিও খানা খন্দকে সাধারণ মানুষের চলাচলে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জানতে চাইলে পাহাড় কাটার সাথে জড়িত স্থানীয় যুবদল নেতা আব্দুর রহিম গং বলেন, তিনি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র কাছ থেকে লিখিত অনুমোদন নিয়েছেন। তবে কাগজ দেখে জানা যায়, একটি লিখিত আবেদন৷ তবে সে কাগজটিতে কোন সহি স্বাক্ষর নেই। মোস্তফা নামের একজন বলেন, আব্দুর রহিম বিএনপি-যুবদলের নেতা। তাদেরকে এলাকার মানুষ ভয় পান। পাহাড় কাটার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার কেউই অবগত নন। তাহলে লিখিত অনুমোদন এটি মনগড়া।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান প্রতিবেদককে বলেন, পাহাড় কাটার জন্য অনুমোদন দেওয়ার কোন ধরনের এখতিয়ার আমার নেই। সে যদি আমাদের নাম ব্যবহার করে থাকে তাহলে সম্পূর্ণ তার মনগড়া। আপনাদের মাধ্যমেই বিষয়টি যখন জেনেছি দ্রুত সময়ের মধ্যে ঐ জায়গায় অভিযান পরিচালনা করা হবে এবং পাহাড়কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, নলবিলা বনবিট কর্মকর্তা অবনি কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পাহাড় কাটার ব্যাপারে আমি অবগত নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আগামীকালকেই আমরা ঐ জায়গায় অভিযান পরিচালনা করবো এবং পাহাড় খেকোদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

কিউটিভি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৭

▎সর্বশেষ

ad