ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে  পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসীকে সংর্বধনা প্রদান

Anima Rakhi | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ - ১২:৩১:১৭ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী  রেহানা ফেরদৌসীকে বিশেষ সংর্বধনা প্রদান করা হয়েছে।বুধবার (২৩ নভেম্বর ২০২২ইং)দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশ কনফারেন্সরুমে জেলা পুলিশের আয়োজনে  সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।সংর্বধনা অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহানা ফেরদৌসী কে গ্রহণ ও বিশেষ সংর্বধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা,  খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ  মোঃ আরিফুর ইসলাম সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সদস্যবৃন্দগন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বলেন, খাগড়াছড়িপুনাকের কার্যক্রম ও মানবিক কতার অনেক প্রশংসা করেন।তদের পাশে সব সময় থাকবেন বলে জানান।

পুনাক সভানেত্রী রেহেনা ফেরদৌস বলেন-জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম সহ সকল পুলিশ কর্মকর্তা ও সকল সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সব সময় আমাদের পাশে থাকবে বলে আমি আশাবাদী, আর আমরা মানবিক কাজ সব সময় করে যাবো বলে জানান পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।

 

কিউটিভি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

▎সর্বশেষ

ad