ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

খাগড়াছড়িতে স্প্রে মেশিন,সেলাই মেশিন ও অসহায়দের মাঝে ভিজিডি চাল বিতরন

Anima Rakhi | আপডেট: ১৬ নভেম্বর ২০২২ - ০২:৪৭:৪০ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের হতদরিদ্র কৃষক ও কার্বারীদের মাঝে স্প্রে মেশিন, দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, ভিজিডি কার্ডের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরন করা হয়েছে।বুধবার(১৬ নভেম্বর ২০২২ইং )সকালের দিকে  গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের  কার্যালয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২০৯জন অসহায় পরিবারের মাঝে  ২০২১- ২০২২অর্থ বছর এর  বিজিডি চাল, ৫৩টি কৃষক ও কার্বারিদের স্প্রে মেশিন ও ১০জন দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের  সচিব তপন বিকাশ ত্রিপুরা’র সঞ্চালনায়  গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।এ সময়  গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বকুল বিকাশ চাকমা ,ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের নারী সদস্য অঞ্জলী ত্রিপুরা,নারী সদস্য মিলি ত্রিপুরা, সদস্য রামকুমার ত্রিপুরা,সদস্য কুবলেশ্বর ত্রিপুরা ,সুইচিং প্রু মারমা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল  বলেন,চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে প্রাকৃতিক দুর্যোগ-বিপর্যয় ইত্যাদি কারণেই বিশ্বের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। বিষয়টি দেশ-বিদেশে আলোচনা, গবেষণা, পর্যালোচনা চলছে। কারণ, খাদ্য সঙ্কটকে কেন্দ্র করে মানবিক বিপর্যয় দেখা দিল তা নিয়ন্ত্রণ ও মোকাবিলা করা দুরহ ও কঠিন হয়ে উঠতে পারে। খাদ্যের প্রয়োজনীয়তা মানুষের জীবনের সাথে অতোপ্রোতভাবে জড়িত।
উন্নত পরিবেশ, উন্নত জীবন সুন্দর ও টেকসই পরিবেশ সুরক্ষার জন্য পুষ্টি গুণসমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মানবিক বিপর্যয়সহ নানান ধরনের সংকটের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন,বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের উর্বর মাটি, কৃষি ও খাদ্য শস্য উৎপাদনের জন্য অনুকূল। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিজাত পণ্য উৎপাদনের অনুকূল পরিবেশ রয়েছে এদেশে।কৃষির উন্নয়ন, কৃষকের উন্নয়ন ও এ খাতের শ্রমিকদের কথাও ভাবছে সরকার। আমাদেরকে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। 

কিউটিভি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৬

▎সর্বশেষ

ad