ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

প্রথমবারের মতো পাথর এলো আখাউড়া দিয়ে

Anima Rakhi | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ - ১০:৪৬:৪৭ এএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো পাথর আমদানি হয়েছে। রবিবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে ২১টি ট্রাকে করে প্রায় ৪৫০ টন পাথর এ বন্দরে প্রবেশ করে। ভারতীয় ট্রাক পাথর নামিয়ে দিয়ে সেদেশে ফিরে যায়।আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কুইক নিউজ  কে তিনি জানান, ৩৫টি ট্রাকে করে মোট ৭০০ টন পাথর আসার কথা ছিলো। সন্ধ্যা সাতটা নাগাদ ২১ ট্রাক পাথর প্রবেশ করে। বাকিগুলো আগামীকাল (সোমবার) আসবে। 

তিনি আরো জানান, চারলেনের আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়নে এফকন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব পাথর আমদানি করছে। সিএন্ডএফ’র দায়িত্বে ছিলো মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। এই প্রথমবারের মতো এ বন্দর দিয়ে পাথর আমদানি হলো। মূলত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাথর রপ্তানি হতো। ভারতের বড় পাথর বাংলাদেশে এনে ছোট করে আবার এগুলো ভারতে পাঠানো হতো। এক সময় বন্দরটি পাথর রপ্তানিমুখী হয়ে পড়ে। এমনও সময় গেছে বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১০০ ট্রাক এর মতো পাথর ভারতে প্রবেশ করতো। এখন ভারতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যাওয়ায় আভ্যন্তরীনভাবেই তারা পাথর সরবরাহ করতে পারে। শেষ পর্যন্ত তারা বাংলাদেশে পাথর রপ্তানি করলো।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার নির্ধারিত দাম টনপ্রতি ১৩ ডলারে পাথর বাংলাদেশে পাথর আসে। এফকন্স লিমিটেড মোট ২৭০০ টন পাথর আনার জন্য কাগজপত্র জমা দেয়। প্রতি টনে সরকার নির্ধারিত দামের ৬৯ ভাগ শুল্ক পাবে বাংলাদেশ। এছাড়া বন্দরে পাথর রাখাসহ আনুষাঙ্গিক কিছু অর্থও বাংলাদেশ পাবে।    

কিউটিভি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৬

       
▎সর্বশেষ

ad