
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় রবি মৌসুমের ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা,ভূট্রা,সূর্যমূখী ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।রোববার (১৩নভেম্বর ২০২২ইং)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরেরর সামনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে মাটিরাঙ্গা উপজেলার ৬শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এর মধ্যে সরিষা ৪০০জন প্রতি কৃষককে ১কেজি সরিষা,১০কেজি এমওপি সার,১০কেজি ডিএপি সার, ভূট্রা -১৫০ জন প্রতি কৃষককে ২কেজি বীজ ১০কেজি এমওপি সার, ২০কেজি ডিএপি সার,সূর্যমূখী ৫০জন প্রতি কৃষককে ১কেজি বীজ, ১০কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার বিতরন করা হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম। এসময় গুইমারা উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস,মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুমিত বনিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।স্বাগত বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-সহকারি কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা।অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আমির হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:জয়নাল আবেদীন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:রফিক মিয়া সহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম বলেন বাংলাদেশ কৃষিবান্ধব দেশ প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, ভূট্রা, সূর্যমূখী বীজ-সার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সেই লক্ষ্যে প্রণোদনা দিচ্ছে সরকার।ক্ষতিকর তামাক চাষ না করে সরিষা,ভূট্রা, সূর্যমূখী, সহ বিভিন্ন ফসল আবাদ করার জন্য আহবান জানান তিনি।
কিউটিভি/অনিমা/১৩.১১.২০২২/দুপুর ১.৫০






