ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া কালিমামুক্ত সম্মেলনের আশ্বাস আ. লীগ সভাপতির

Anima Rakhi | আপডেট: ১১ নভেম্বর ২০২২ - ০৫:২৩:২১ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আগামীকাল শনিবারের সম্মেলন কালিমামুক্ত হবে বলে আশ্বস্থ করেছেন দলটির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম. পি। শুক্রবার দুপুরে প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন। এ সময় মোকতাদির চৌধুরী বলেন, ‘দা, লাঠিসোটা নিয়ে সম্মেলন হবে না।
যারা গন্ডগোল করতে পারে বলে আশঙ্কা করা হয় তাদের সাথে কথা হয়েছে। তারা গন্ডগোল করবে না বলে জানিয়েছে। সম্মেলনে কোনো ধরণের বদ আওয়াজ হবে না বলতে পারি।’শুরুর বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেন, ‘সাংবাদিকরা আমাদেরকে সব সময় সহযোগিতা করে গেছেন। সম্মেনলেও আপনাদের সহযোগিতা চাই। আমরা একটি সুশৃংখল সম্মেলন উপহার দিবো।’
সংবাদ সম্মেলনে পৌর মেয়র ও সহ-সভাপতি নায়ার কবির, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, তাজ মো. ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামের সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন, সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।সম্মেলনকে কেন্দ্র করে অন্তত শতাধিক তোরণ নির্মাণ হয়েছে। বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদক আগের পদে থাকবেন বলে আলোচনা আছে। ওই দুজনের মধ্যে নীরব দ্বন্দ্বের বিষয়টিও আলোচনায়।  তবে তাদের কেউই প্রার্থী হননি। 

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩

▎সর্বশেষ

ad