
লিখিত বক্তব্যে শিল্পি আক্তার অভিযোগ করেন, বিয়ের কিছুদিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে শ্বশুড়বাড়ি নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। কিন্তু এখনো তাকে বাবার বাড়িতে থাকতে হচ্ছে। এমনকি ভরণপোষণ দেওয়াও স্বামী বন্ধ করে দিয়েছেন। চালানো হয়েছে শারিরিক ও মানসিক নির্যাতন। স্বামী আগে আরো তিনটি বিয়ে করেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ব্যক্তিবর্গের দারস্থ হয়েও কোনো প্রতিকার পাইনি। স্বামী ও তার পরিবারের লোকজন প্রভাবশালী হওয়া স্থানীয়রা ভয়ে সহযোগিতাও করতে পারছেন না। এরই মধ্যে এসব বিষয়ে নিয়ে আদালতে মামলা চলমান ও থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।’ এ বিষয়ে আবদুল সাত্তার সাংবাদিকদেরকে জানান, বিষয়টি নিয়ে আগামী রবিবার স্থানীয়ভাবে সালিশ হবে। সেখানে সিদ্ধান্ত হবে কি করা হবে। তবে নির্যাতনের বিষয়টি তিনি অস্বীকার করে জানান, বুধবার দিনও স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে।






