ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

দুই বছরেও স্বামীর সংসারে উঠতে না পেরে সাংবাদিকদের দ্বারস্থ হলেন শিল্পী

Anima Rakhi | আপডেট: ১০ নভেম্বর ২০২২ - ০৬:২৫:৩৯ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিয়ের দুই বছরেও স্বামীর সংসারে যেতে না পেরে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিল্পী আক্তার (২৯) নামে ওই গৃহবধূ স্বামীর অধিকার ফিরে পেতে সহযোগিতার অনুরোধ করেন।শিল্পী আক্তার ঢাকার কলাবাগানের বাসিন্দা মো. মোস্তফা রহমানের মেয়ে। ২০২০ সালের আগস্টে নবীনগর পৌর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছেন। 

লিখিত বক্তব্যে শিল্পি আক্তার অভিযোগ করেন, বিয়ের কিছুদিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে শ্বশুড়বাড়ি নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। কিন্তু এখনো তাকে বাবার বাড়িতে থাকতে হচ্ছে। এমনকি ভরণপোষণ দেওয়াও স্বামী বন্ধ করে দিয়েছেন। চালানো হয়েছে শারিরিক ও মানসিক নির্যাতন। স্বামী আগে আরো তিনটি বিয়ে করেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ব্যক্তিবর্গের দারস্থ হয়েও কোনো প্রতিকার পাইনি। স্বামী ও তার পরিবারের লোকজন প্রভাবশালী হওয়া স্থানীয়রা ভয়ে সহযোগিতাও করতে পারছেন না। এরই মধ্যে এসব বিষয়ে নিয়ে আদালতে মামলা চলমান ও থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।’ এ বিষয়ে আবদুল সাত্তার সাংবাদিকদেরকে জানান, বিষয়টি নিয়ে আগামী রবিবার স্থানীয়ভাবে সালিশ হবে। সেখানে সিদ্ধান্ত হবে কি করা হবে। তবে নির্যাতনের বিষয়টি তিনি অস্বীকার করে জানান, বুধবার দিনও স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে।

কিউটিভি/অনিমা/১০.১১.২০২২/সন্ধ্যা ৬.২৪
▎সর্বশেষ

ad