ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের যুবককে গুলি করে হত্যা

superadmin | আপডেট: ০৮ নভেম্বর ২০২২ - ০৫:৫৫:৫৫ পিএম

ডেস্কনিউজঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ সেলিম।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম টেকনাফ মোছনী রেজিস্টার্ড ক্যাম্পের আবদুস সালামের ছেলে।

ওসি বলেন, ৮ নভেম্বর ভোরের দিকে অজ্ঞাত তিন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ সেলিমকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হলে ওই তিন ব্যক্তি পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যকাণ্ড ঘটেই চলছে। প্রশাসনের কড়াকড়ির পরও নবী হোসেন ও মুন্না গ্রুপ সক্রিয় রয়েছে।

ওসি শেখ মোহাম্মদ আলী আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্য হিসেবে কাজ করতেন সেলিম। এই নবী হোসেন গ্রুপ ও মুন্না গ্রুপের মধ্যে বিরোধের জেরে সেলিমকে গুলি করা হয়েছে। সেলিম টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা হলেও ঘটনাস্থল উখিয়ায়। এ বিষয়ে বিস্তারিত তথ্য নেয়া হচ্ছে।

বিপুল/০৮.১১.২০২২/সন্ধ্যা ৫.৫১

▎সর্বশেষ

ad