ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ভয়াবহ কম্পন আতঙ্কে গ্রামবাসীরা

Anima Rakhi | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ - ১১:৪৯:৫৫ এএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার পূর্ব উত্তর ও দক্ষিনের ৬টি গ্রামে প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভয়াবহ কম্পনের ফলে আতঙ্কে গ্রামবাসীরা। গতকাল ভোর ৪টায় বড়পুকুরিয়া কয়লাখনির পূর্ব উত্তর দক্ষিনের গ্রাম গুলির ভূগর্ভ থেকে কয়লা তোলার কারণে ভূ-গর্ভের নিচে ফাঁকা হয়ে যাওয়ায় হঠাৎ করে ভয়াবহ কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের স্থায়ীত্ব ছিল প্রায় ৫-৭ সেকেন্ড। গ্রাম গুলি হচ্ছে খনি এলাকার পাতরাপাড়া, পাঁচঘরিয়া, বৈদ্যনাথপুর, বাঁশপুকুর, কালুপাড়া ও মহেশপুর।

পাতরাপাড়া গ্রামের আইয়ুব আলী জানান, আমি ঘুমন্ত অবস্থায় ভোর ৪টার দিকে টের পাই ভয়াবহ কম্পন হচ্ছে। আমার ঘর ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। গ্রাম গুলির বাড়ী থেকে মানুষ বের হয়ে আসছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। একই কথা বলেন ঐ এলাকার আব্দুল কাদের মেম্বার তিনি জানান, ঘরে ভয়ে থাকতে পারিনি পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। কম্পনের মাত্রা এতই বেশি ছিল যে, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম এর সাথে কম্পনের বিষয়ে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কিউটিভি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৯

▎সর্বশেষ

ad