ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

আখাউড়ার বিলের বাধ কেটে দিয়ে ক্ষতিসাধন

Anima Rakhi | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ - ০৫:৪৮:৫২ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের আড়িয়াজলা বিলে বাধ কেটে দিয়ে মাছের ক্ষতিসাধন করা হয়েছে। কেটে দেওয়া বাধ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়। এ ঘটনায় আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে সেটি রবিবার বিকেল নাগাদ নথিভুক্ত হয়নি।বনগজ এলাকার নূরুল ইসলাম শনিবার দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ওইদিন সকালে জুয়েল পাঠান, আমির গণি, উলন খান, মালু মিয়া,মিলন পাঠানসহ কয়েকজন মাছের চাষের জন্য তারা ইজারা পাওয়া এলাকার একটি বাধ ভেঙ্গে দেন। এতে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন দিকে চলে যায়।
একই সময়ে হামলাকারিরা বাধের সরঞ্জামাদি নিয়ে যায়। বিলের রক্ষণাবেক্ষণের জন্য তৈরি ঘরে গিয়ে নগদ টাকাও নিয়ে যায় হামলাকারিরা।নূরুল ইসলামের ব্যবসায়িক অংশিদার গোলাম মোস্তফা বলেন, ‘সকল নিয়ম নীতি মেনে আমরা বিলের যে অংশ ইজারা এনেছি সেখানে মাছ ধরি। কিন্তু একটি পক্ষ মাছ ধরতে বাধা দেয়। এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে হামলা করেছে। অভিযোগ দেওয়ার পর পুলিশ এসে তদন্ত করে গেছে।’

কিউটিভি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৯

▎সর্বশেষ

ad