
মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, সাইদিকে চাঁদে পাঠিয়ে জাতীকে ধোকা দিয়েছে, তাদের কে বাংলার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তার পরই জনগণ সিদ্ধান্ত নিবে তাদের কে ক্ষমা করা যায় কি না।৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে ”বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবসের সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী আরোও বলেন, আপনি ভাল কাজ করে সুখি হবেন, মন্দ কাজ করে সুখি হওয়া যায় না। ৭৫ জাতীর পিতাকে হত্যার পর সমবায় থমকে গিয়েছিল, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর সমবায় আবার ঘুড়ে দাড়িয়েছে। সমবায় কে বুকে ধারন করে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তি যুদ্ধের চেতনা আমরা ধারণ করেছি বলেই এই দেশ এগিয়ে যাছে, দেশের মানুষ ঠিক করবে এদেশ কে পরিচালনা করবে।উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন, ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ মাইনদ্দিন আহমেদ, কালব এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, কালব এর সাবেক পরিচালক মোঃ মাহবুব রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মোত্তালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেজ বিতরণ করেন প্রধান অতিথি।
কিউটিভি/অনিমা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০