ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

মাটিরাঙ্গাতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

Anima Rakhi | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ - ০৩:৪৫:৫২ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  র‌্যালী, আলোচনা সভা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল  দশটার দিকে উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দ,র আয়োজনে  মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উওোলনের মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন করেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো: আমান উল্লাহ খান।পার্বত্য মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর সভাপতি মো.আলী হোসেনের সঞ্চালনায় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক একেএম মাহমুদ হাসান বিশিষ্ঠ সমবায়ী ব‍্যক্তিত্ব আমান উল্লাহ ভুইয়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো:আশরাফুল আলম,মাটিরাঙ্গা আনসার ভিডিপি কর্মকর্তা রহিমা বেগম, মাটিরাঙ্গা সম্প্রীতি ঋন দান সমবায় সমিতির লি: এর  প্রতিনিধি বাবুল চন্দ্র বণিক,   মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মো:হারুন উর রশীদ, 

প্রধান অতিথি,র বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম  বলেন, জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছে। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন,সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজার জাত করণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি বলে জানান তিনি।সভাপতির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে কারোর সামান্য জমিও যাতে খালি পড়ে না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে  আমাদের সকলের মাঝে  সঞ্চয়ী মনোবাব গড়ে তুলতে হবে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন তিনি।আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব,উপজেলার ৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় ও সংগঠকদের মাঝে  স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা তুলেদেন।

কিউটিভি/অনিমা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad