ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

আখাউড়ায় “সবুজ বাংলা মানবতার সংগঠনের” পক্ষ থেকে অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান

Anima Rakhi | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ - ০৩:৪০:৪২ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সামাজিক হয়ে সমাজের পাশে, মানবিক হয়ে মানবতার পাশে, জয় হোক মাবতার, দূর হোক বৈষম্য ও দরিদ্রতা এ স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের প্রবাসী, চাকুরীজীবি, ব্যাবসায়ী ও সচেতন মহলকে সাথে নিয়ে সবুজ বাংলা মানবতার সংগঠন নামে স্বেচ্ছাসেবী ও সহায়তা মূলক গ্রুপের যাত্রাশুরু হয়েছে বিগত কয়েক মাস পূর্বে। শুক্রবার সকালে একজন অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদানের মধ্যে দিয়ে সংগঠনের সহযোগিতায় কাজ শুরু হয়। 

শুক্রবার সকালে মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল গ্রামের শান্তিপুর মহল্লার মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত রশিদ মোল্লা কে চিকিৎসা সহায়তা হিসেবে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের দেশ ও বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভাইদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সংগঠনের পক্ষে একটি প্রতিনিধি দল অসুস্থ রশিদ মোল্লার পরিবারের সদস্যদের নিকট নগদ এ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষে অর্থ সহায়তা প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলিল লিখক সাখাওয়াত হোসেন চৌধুরী বাপ্পী, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, মোগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কাউসার মোল্লা, সমাজ সেবক ইকবাল সরকার, মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোশারফ হোসেন কবির, শিক্ষার্থী সিয়াম চৌধুরী সহ সংগঠনের আরো অনেকে। 

জানা গেছে অসুস্থ রশিদ মোল্লা দুর্ঘটনার পর থেকে বেশ কিছুদিন যাবৎ ঢাকা পঙ্গু হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে, তার পরিবারের লোকজন জানান দুর্ঘটনায় তার পায়ের একটি হাড় সম্পূর্ণ ভেঙে গেছে, টেইলারিং কাজ করে সংসার চালানো রশিদ মোল্লার সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রায় লক্ষাদিক টাকা প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে  দেশ ও  প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ” সবুজ বাংলা মানবতার সংগঠন” ১ নং মনিয়ন্দ ইউনিয়নে সকলের সহযোগিতা নিয়ে সব সময় হতদরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে থাকবে ..ইনশাআল্লাহ।

কিউটিভি/অনিমা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad