
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির” কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হক ভূঁইয়া , সহ-মহিলা বিষয়ক সম্পাদক ঝুমা ভূঁইয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক মোঃ কামাল ভূঁইয়া, ওয়ার্ড মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, টনকী গ্রাম উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান ভূঁইয়া, মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোশারফ হোসেন ভূঁইয়া কবির , সমাজ সেবক আবদুস সহিদ ভুইয়া, মোঃ রকিব ভূঁইয়া, জাকারিয়া ভূঁইয়াসহ, ভূঁইয়া পরিবারের অন্যান্য সদস্যরা। সংবর্ধনা প্রদান কালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি একটি অরাজনৈতিক, জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ, প্রগতিশীল জনকসেবা মূলক সংগঠন। একতা, সমৃদ্ধি ও সহযোগিতার ১৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের ভূঁইয়া পরিবারের ১৫ জন গুনী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সেবামূলক কার্যক্রম চালু আছে বলেও তিনি জানান।
কিউটিভি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৭






