
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোখের চিকিৎসাসহ নতুন কয়েকটি সেবা চালু হয়েছে। শনিবার সকালে এসব সেবা,কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসব সেবার মধ্যে আরো রয়েছে হৃদরোগ বিভাগ, প্যাথলজি বিভাগ, ভিআইপি কেবিন চালু। ইতিমধ্যেই হাসপাতালের পুরাতন ভবন সংস্কার করা হয়েছে।
এসব কার্যক্রমের উদ্বোধন করেন আইইডিসিআর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. শাহ আলম। এ সময় সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নুরুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার মো. লুৎফুর রহমান প্রমুখ।
অতিথিরা এ সময় সেবা কক্ষগুলো ঘুরে দেখেন।ডা. হিমেল খান জানান, করোনাসহ বিভিন্ন কারণে কিছুদিন প্যাথলজি সেবা বন্ধ থাকে। এখন পুরোদমে সেবা মিলবে। অন্যান্য সেবাও চালু করা হয়েছে বিভিন্ন সংকট কাটিয়ে।
কিউটিভি/অনিমা/২৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৬






