ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

আখাউড়ায় দুই ট্রেন পর পর সংঘর্ষ থেকে রক্ষা, চলাচল বন্ধ

Anima Rakhi | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ - ০৫:২৪:৫০ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার দুপুরে অল্পের জন্য দুটি টেন অল্পের জন্য পেছন থেকে সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। বেলা তিনটার দিকে এ দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথে টেন চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে দ্বন্দ দেখা দিলে এ অচলাবস্থা দেখা দেয়। আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, আজমপুরে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়ে। 

সরজমিনে গিয়ে দেখা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফরমে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস দাড়ানো। এর পিছনে প্রায় একশ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬০৪ নং কন্টেইনার।টেনের সহকারি চালক আবু তালহা জানান, সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করছিলেন। এ সময় সামনে টেন দেখে থামিয়ে ফেলেন। কেবিন থেকে বলা হচ্ছে কোনো কাগুজে নির্দেশনা ছাড়াই টেন পিছাতে বলতে তাতে তিনি সায় দেননি। কাগজ পেলে টেন পিছনে নেওয়া হবে। 

টেনের পরিচালক (গার্ড) শফিকুল ইসলাম এ বিষয়ে কেনো কথা না চেয়ে ব্যস্ত আছেন বলে জানান। তবে চালকের সাথে সাথে তিনিও জরুরি ব্রেক কষেন বলে জানান তিনি।স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, ‘চালক সিগন্যাল অতিক্রম করে। কেন সেটা তিনি করলেন সেটা আমি জানিনা। পিছিয়ে নিতে কাগজ দেওয়া হয়েছে।’

কিউটিভি/অনিমা/২৮.১০.২০২২/বিকাল ৫.২৪

▎সর্বশেষ

ad