ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

নিখোঁজই থাকল ৮ শ্রমিক, খালি হাতে ফিরল ডুবুরিদল

superadmin | আপডেট: ২৫ অক্টোবর ২০২২ - ০৭:৪৮:৫৬ পিএম

ডেস্কনিউজঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিককে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরিদল। আজ সন্ধ্যায় প্রথম দিনের অভিযান স্থগিত ঘোষণা করেছে তারা।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রামের মিসরাইয়ে বালু তুলতে গিয়ে নিখোঁজ হন ওই আট শ্রমিক। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উদ্ধারকাজ শুরু করে ডুবুরিদল।

তিন ঘণ্টা অভিযান চালিয়ে কাউকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারেনি তারা। সন্ধ্যা ৬টায় আজকের অভিযান স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান কালের কণ্ঠকে বলেন, কয়েক ঘণ্টার অভিযানে নিখোঁজ আটজনের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরিদলের উদ্ধারকাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। কাল (বুধবার) সকাল থেকে যথারীতি উদ্ধারকাজ শুরু করা হবে।

তবে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দুর্ঘটনাকবলিত ড্রেজার টাগবোট দিয়ে তীরে ভেড়ানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন ইউএনও।

সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পানির উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সৈকত-২ নামের ড্রেজার ডুবে যায়। যাতে অবস্থান করছিলেন মোট ৯ জন শ্রমিক। তাদের মধ্যে একজন কূলে আসতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শ্রমিকরা হলেন শাহীন মোল্লা (৩৮), ড্রেজারচালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আল আমিন (২১), আবুল বশরসহ (৪৫) অজ্ঞাত আরো তিনজন। এসব শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি এলাকায়।

ডুবে যাওয়া ড্রেজারের ম্যানেজার রেজাউল করিম জানান, ঘটনাস্থলে আরো ছয়টি ড্রেজার রাখা ছিল। ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত পাওয়ার পর অন্য ড্রেজারের শ্রমিকরা নিরাপদ স্থানে চলে গেলেও ডুবে যাওয়া ড্রেজারের ৯ শ্রমিকের মধ্যে একজন ছাড়া বাকিরা ড্রেজারেই ছিলেন।

বিপুল/২৫.১০.২০২২/ সন্ধ্যা ৭.৪৪

▎সর্বশেষ

ad