
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাইম (২০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গিরিশনগর গ্রামে এ ঘটনা ঘটে। নাঈম ওই এলাকার মো. আব্দুল আজিজের ছেলে।স্থানীয়দের সূত্রে জানা যায়, নাইম বিকালে নিজের পাশের বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যায়।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কর্তব্যরত চিকিৎসক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট নাইমকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে হাসপাতাল আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
কিউটিভি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৮






