ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

মাটিরাঙ্গাতে বাউবি,র এইচএসসি পরীক্ষার নকল সরবরাহের দায়ে পিয়ন এর কারদন্ড

Anima Rakhi | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ - ০৮:১৯:৩৩ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ এর  বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়   পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেন (৪৮) কে  দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত মো. কামাল হোসেন মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক। সে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে। 

মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা  মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর   মো. আজগর হোসেন  জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র অধীনে এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালে ‘জনৈক পরীক্ষার্থীর মোবাইল উত্তরপত্র প্রেরণ করেন মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক (পিয়ন) মো. কামাল হোসেন। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ  কেন্দ্রের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র এইচ এসসি প্রোগ্রামের হল সুপার ও  প্রভাষক মো:এরশাদ হোসেন এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক (পিয়ন) মো. কামাল হোসেন  ‘জনৈক পরীক্ষার্থীর মোবাইল উত্তরপত্র প্রেরণ করার বিষয় সম্পর্কে মুটোফোনে জানতে চাইলে অস্বীকার করেন।পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব তাকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-এর ৯ ধারায় দুই বছরের কারাদন্ড ও ১০০টাকা জরিমানা করেন। এসময় মো. আজিম উদ্দিন নোমান নামে ওই শিক্ষার্থীকে তিন বছরের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র পরীক্ষা থেকে  বহিস্কার করেন ভাম্যমান আদালত। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অফিস সহায়ক (পিয়ন)  মো. কামাল হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি‘র অধীনে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করে আসছিল। এর আগেও তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, দোষ স্বীকার করায় কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

কিউটিভি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad