ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মিরপুরে পুলিশ বক্স ভাঙচুর করল ব্যাটারিচালিত রিকশা চালকরা

Anima Rakhi | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ - ০৫:২৯:৫৬ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা এবং ভাঙচুর চালিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। রিকশাচালকরা বেশ কয়েকটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও বিভিন্ন সময় ব্যাটারিচালিত রিকশাগুলো রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে চলাচল করতে দেখা যায়। এগুলো প্রধান সড়কে চলাচল করতে দেখলে সেগুলোকে জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়। শুক্রবারও সকালেও মিরপুর পল্লবী এলাকায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।

খবর পেয়ে রিকশা চালকরা একত্রিত হয়ে এসে বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা চালায়। ভাঙচুরের শিকার হয় সাগুফতা ট্রাফিক পুলিশ বক্স, কালশি ট্রাফিক পুলিশ বক্স, মিরপুর ১২ নম্বর ট্রাফিক পুলিশ বক্স, অরিজিনাল ১০ ট্রাফিক পুলিশ বক্স ও মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশ বক্স।

এসময় আইডিয়াল কলেজের সামনে ডিউটি রত একজন ট্রাফিক কনস্টেবল এর উপর হামলা চালায় এবং একটি মোটরসাইকেল ও ভাঙচুর করে বলেও জানা গেছে। 

কিউটিভি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

▎সর্বশেষ

ad