ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

খাগড়াছড়িতে নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ - ০৮:৪৭:৪৩ এএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার দিঘীনালা সেনানিবাসে নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ ও  কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর ) সকালে দীঘিনালা সেনা নিবাসের ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারে রিক্রুট ব্যাচ ২০২২ইং এর শপথ গ্রহণ এবং প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান দিঘীনালা সেনানিবাসের  প্যারেড গ্রাউন্ডের প্রধান প্রশিক্ষক লে.কর্ণেল এহসানুল হক ভূইঁয়া প্রধান অতিথির বক্তব্যে ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার   মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের যেকোন সংকটে সেনাবাহিনীর অবদান রয়েছে। নবীন সৈনিক হিসেবে আজ থেকে দেশের যেকোন প্রয়োজনে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ দেন।

দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে রুল মডেলের আস্থা অর্জন করেছে। শান্তি রক্ষা মিশনে নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স হিসেবে যোগান দিচ্ছে বলেও জানান।রিক্রুট ব্যাচ ২০২২ এ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে ২৩৮জন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে ৩০০জন সহ মোট  ৫৩৮ জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেছেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুট সৈনিক মো. ওয়াজেদ বিল্লাহ শ্রেষ্ঠ রিক্রুট নির্বাচিত হন।প্রধান অতিথি২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার   মেজর জেনারেল মিজানুর রহমান শামীম  বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ রিক্রুটদের পুরুস্কার প্রদান করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে এসময় খাগড়াছড়ি রিজিয়ন এর রিজিয়ন  কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ,খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো:জাহাঙ্গীর আলম,  দিঘীনালা সেনানিবাসের  প্যারেড গ্রাউন্ডের প্রধান প্রশিক্ষক লে.কর্ণেল এহসানুল হক ভূইঁয়া, খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম,  সহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কিউটিভি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৭

▎সর্বশেষ

ad