ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

বৃষ্টি-প্লাবিত রাজধানীতে তীব্র যানজট

superadmin | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ - ০৬:৩০:৫২ পিএম

ডেস্কনিউজঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হওয়া বিরামহীন বৃষ্টির কারণে মঙ্গলবার রাজধানীর উত্তরা থেকে মহাখালী পর্যন্ত দীর্ঘ যানজটে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকার টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, মহাখালী, বিজয় সরণি, বাংলামোটরসহ বেশ কয়েকটি পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকতে দেখা গেছে।

উত্তরা বিভাগের উপকমিশনার (ট্রাফিক) নাফিজ কামাল শৈবাল বলেন, টঙ্গীর মুন্নো গেট থেকে মিলগেট পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ যানবাহন দেখা গেছে এবং রাস্তার জরাজীর্ণ অবস্থার কারণে বেশ কিছু যানবাহন সাবধানে চলাচল করছে। বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চলমান কাজের কারণে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।

যুগ্ম কমিশনার (ট্রাফিক-উত্তর) আবু সালেহ মোঃ রায়হান বলেন, এই যানজটের প্রভাব ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে ছড়িয়ে পড়ে, এতে করে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

শরিফুল ইসলাম নামে এক বেসরকারি চাকরিজীবী জানান, যানজটের কারণে উত্তরা থেকে মৌচাক পৌঁছাতে তার চার ঘণ্টা লেগেছে।

তিনি বলে, ‘বৃষ্টিতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকে।’

অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণযাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। কারণ যানজটের কারণে তাদের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হয়েছে।

এছাড়া রাস্তা মেরামতের কাজ ও মেট্রোরেল প্রকল্পও নগরবাসীর যাতায়াতে দুর্ভোগ বাড়িয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস আরো জানায়, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও বিজলী চমকানোর সম্ভাবনা রয়েছে।

বিপুল/১৩.০৯.২০২২/সন্ধ্যা ৬.২৩

▎সর্বশেষ

ad