ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

মিয়ানমারে বিস্ফোরণের শব্দে কাঁপছে নাইক্ষ্যংছড়ি

superadmin | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ১১:৩১:০৬ পিএম

ডেস্কনিউজঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তের ঘুমধুম থেকে শুরু করে, সদর ইউনিয়নের আছারতলী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সীমান্ত এরিয়া রয়েছে বাংলাদেশের। ওই সীমান্তের কোথাও না কোথাও প্রতিদিন মিয়ানমারের অভ্যন্তরে ওই দেশের বিদ্রোহী সংগঠন আরকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মাঝে সংঘর্ষ চলছে। এ সংঘর্ষের কারণে তাদের মাঝে রক্তের স্রোত বইছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

রোববার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত প্রথমে তুমুল বেগে তারপর থেমে থেমে বিকট শব্দ করে আওয়াজ এসেছে নাইক্ষ্যংছড়ির ৩টি পয়েন্টের দুই কিলোমিটার ভেতরে।

সীমান্তে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘুমধুমের ৩৫ সীমান্ত পিলার দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিছু সময় পরপর বিস্ফোরণের বিকট আওয়াজ আসে।

জামছড়ি বাসিন্দা মোহাম্মদ কামাল জানান, ৪৩ ও ৪৪ সীমান্ত পিলার দিয়ে বিকট শব্দ তুলে বিস্ফোরণের আওয়াজ শুরু হয় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

এ বিষয়ে ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, লোকমুখে শুনেছি কিন্তু কোনো ক্ষয়ক্ষতি নেই। তবে সীমান্তে বসবাসরতরা আতঙ্ক আছেন।

সম্প্রতি আন্তর্জাতিক আইন অমান্য করে ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রান্তে এসে মিয়ানমারের যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। ওই দেশের সেনাবাহিনীর ব্যবহৃত গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়াতে ভাবিয়ে তুলেছে সীমান্তে বসবাসরত মানুষকে।

বিপুল/১১.০৯.২০২২/ রাত ১১.২২

▎সর্বশেষ

ad